,

চুনারুঘাটে ৬ সন্তানের জননী ৪ সন্তানের পিতা’র সাথে পলায়ন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের গোগিনপুর গ্রামের মৃত আইয়ূব আলীর পুত্র ৪ সন্তানের পিতা আজগর আলী (৪৫) ও একই গ্রামের আবুল কালামের স্ত্রী ৬ সন্তানের জননী আছমা আক্তার (৩৫) আজগর আলীর হাত ধরে পলায়ন করেন। জানা যায়, এ ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাত ১২টার দিকে ১নং গাজীপুর ইউনিয়নের ময়নাবিল রেমা বিডিআর ক্যাম্পের পাশে ওই এলাকার দফাদার ফারুক মিয়ার হাতে প্রেমিক ঝুটি ধরা পড়ে। পরে দফাদার দুজনকে আটক করে চুনারুঘাট থানায় খবর দিলে চুনারুঘাট থানার এস.আই হারুন-অর-রশীদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে দু’জনকে আটক করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, প্রায় ৬ মাস যাবত আছমার সাথে আজগর আলীর পরকীয়া প্রেম গড়ে উঠে। এ ব্যাপারে আছমা আক্তারের স্বামী আবুল কালাম সুষ্ঠু বিচার পাওয়ার আশায় চুনারুঘাট থানায় বসে আছেন। এ ব্যাপারে পুলিশ এখন পর্যন্ত প্রেমিক-প্রেমিকার ঘটনাটির কোন সুরাহা হয়নি। এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। আজগর আলীর ১ম স্ত্রী স্বামীর উপর মামলা দায়ের করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.