স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জে মাধবপুর উপজেলা থেকে অবৈধ ভাবে বালু তুলছে প্রভাবশালী ব্যাক্তিরা। এতে ভাঙ্গছে নদীর পাড়, এমন অভিযোগ করেছেন স্থানীয় ব্যক্তিরা। তাদের বক্তব্য এভাবে বালু তোলার ফলে নদীর উপর দিয়ে যাওয়া রেল লাইনটি পড়বে চরম হুমকির মুখে। এলাকাবাসীর অভিযোগে জানা যায়, ঐ উপজেলার ১১নং বাঘাসুরা ইউপির হরিতলা গ্রামের ঠান্ডা মিয়া ছেলে মোঃ তাজুল ইসলাম ও তার বাহিনী খুবই প্রভাবশালী অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে এবং রেল লাইনের পাশে দিনে-দুপুরে চালাচ্ছে জুয়ার জমজমাট আসর। এবিষয়ে ঐ গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক ৪/৫ জনের সাথে কথা বলে জানা য়ায়, স্থানীয়ভাবে ম্যানেজ করেই বালু তোলা করা হচ্ছে আবার দিনে-দুপুরে চালাচ্ছে জুয়ার জমজমাট আসর । তাদের ভয়ে এ বিষয়ে কেউ অভিযোগ মুখ খুলেনি। অবৈধভাবে বালু তুলে আবার এলাকার যুবকদের কেউ বিপদগামী করছে।
Leave a Reply