,

বাঙ্গালী মুস্তাফিজের বিশ্বরেকর্ডই বড় প্রাপ্তি

স্পোর্টস ডেস্ক : জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে পাঁচ, দ্বিতীয় ম্যাচে ছয় এবং তৃতীয় ম্যাচে ২ উইকেট নিয়ে সাতক্ষীরার এক্সেপ্রস বোলার মুস্তাফিজুর রহমান বিশ্বরেকর্ড করে দেশের মুখ উজ্জ্বল করেছে। তিন ম্যাচের সিরিজে তার মোট উইকেট ১৩ (১৫০ রানে)। এই রেকর্ড গড়তে মুস্তাফিজ পেছনে ফেলে টাইগার অধিনায়ক মাশরাফি (৩ ম্যাচে ১২ উইকেট), অজি পেসার ব্রেটলি (৩ ম্যাচে ১২টি) ও উইন্ডিজ বোলার ড্রাকেসকে (৩ ম্যাচে ১২টি)। সাবাশ সাতক্ষীরার টাইগার মুস্তাফিজ তোমাকে অভিনন্দন। র‌্যাংকিংয়ের শীর্ষস্থানীয় দল ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে। গতকাল করল বিশ্ব রেকর্ড। শেষ পর্যন্ত এ ম্যাচের রেজাল্ট যাই হোক মুস্তাফিজের বিশ্বরেকর্ডই আমাদের বড় প্রাপ্তি। বৃষ্টি মাথায় নিয়ে শেরেবাংলা স্টেডিয়ামে যখন পৌঁছাই তখন বৃষ্টি না থাকলেও পিচ ঢাকা ছিল। আমার ধারণা ছিল ঠিক সময়েই খেলা শুরু হয়। তাসকিন ইনজুরিতে পড়লে তার জায়গায় আসে আরাফাত সানি। পুরোপুরি ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে ফিল্ডিং নেয় মাশরাফি। পিচ রিপোর্টিংয়ের সময় ধোনিকে এ নিয়ে জিজ্ঞেস করা হলে ধোনিও আগে ফিল্ডিং করত বলে জানায়। তাই ভালো সিদ্ধান্ত মাশরাফির। রোহিত ধাওয়ান ধীরস্থির ব্যাটিং শুরু করে। কিন্তু নিজের চতুর্থ ওভারের শেষ বলে রোহিতকে কট বিহাইন্ডে ফিরায় বিস্ময়কর বোলার মুস্তাফিজ। আগের দুই ম্যাচেও মুস্তাফিজের শিকার হয়েছিল রোহিত। ৩৯ রানে প্রথম উইকেট হারিয়ে হোঁচট খায় ভারত। ধাওয়ান-কোহলি রান টেনে নেয় ১১৪তে। সাকিব নিজের প্রথম ওভারে পরিষ্কার বোল্ড করে কোলিকে (২৫ রান)। দলীয় ১৫৮ রানে ধাওয়ানকে ফিরায় বাংলাদেশ অধিনায়ক। ১০ চারে ৭৩ বলে ইনিংসের সর্বোচ্চ ৭৫ করে ক্যাচ দিয়ে ফেরে। দুর্দান্ত ক্যাচ লুফে নাসির। ধোনি-রায়ডু জুটি ৯৩ রান যোগ করে। দায়িত্বশীল ইনিংস খেলে ধোনি (৭৭ বলে ৬৯, চার ৬, ছয় ১) জুটি ভাঙ্গে মাশরাফি রাইডুকে ৪৪ রানে ফিরিয়ে। বাংলাদেশ অধিনায়ক পরের ওভারে ভারতীয় অধিনায়ককে ফিরায়। দুর্দান্ত একটি ক্যাচ লুফে মুস্তাফিজ। ইনিংসের ৪৯তম ওভারে রায়নাকে (২১ বলে ৩৮, তিন ৪, দুই ৬) বোলে করে আর ভারত পৌঁছে যায় ৩১৭ রানে। যা এবারের সিরিজে সর্বোচ্চ। দশ ওভার বোলিংয়ে সবচেয়ে বেশি (৭৬) রানে বেশি ৩টি উইকেট নেয় টাইগার অধিনায়ক। মুস্তাফিজ ১০ ওভারে ৫৭ রানে দুটি। সাকিব নেয় কোহলির ইউকেট ৯ ওভারে ৩৩ রান দিয়ে। আর রুবেলের ১০ ওভারে রান হয় ৭৫।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.