,

হবিগঞ্জে বিষাক্ত ফরমালিনে আমের বাজার ॥ অসুস্থ ৫

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হলুদ রঙে রাঙানো আকর্ষণীয় সুগন্ধী যুক্ত অধিক ভিটামিন সমৃদ্ধ ফলের রাজা আম বিষক্ত ফরমালিনে হবিগঞ্জের বাজার সয়লাব। হিম সাগর, ল্যাংড়ি আশ্বনা, ফজলি, মল্লিকা, আমরোপালী,লক্ষণ ভোগ ও বউসুন্দরী জাতের আম পচন রোধে ও অধিক মোনাফা লাভের উদ্যেশে ফরমালিন মেশানো হচ্ছে। আম বেশি দিন রেখে বাজারে বিক্রি করার লক্ষ্যে অসাধু ব্যবসায়ীরা মানবদেহে ক্ষতিকর এমন বিষাক্ত ক্যামিকেল ব্যবহার করছে। ফরমালিন যুক্ত আম খেয়ে রোজাদার সাধারণ মানুষ বিভিন্ন সমস্যায় ভোগছেন। কেউ বলে বাজারের আম খেয়ে গলায় ধরে কেউ বলছেন গা চুকায়। অনেকে অভিযোগ করেন এসব আম খেয়ে নানান রোগ বালাই দেখা দিয়েছে। সদর হাসপাতালের আর এম ও মহসিন করিম কে এ ব্যাপারে জিঞ্জাসা করিলে তিনি জানান ফরমালিন যুক্ত আম খেলে মরণব্যধি ক্যান্সার, কিডনি জনিতসহ বিভিন্ন রোগ দেখা দিতে পারে। কয়েকজন আড়ৎ দার জানান, বিভিন্ন জেলা থেকে এসব আম আসছে। ফরমালিন আছে কি না আমরা তা জানিনা। গতকাল বৃহম্পতিবার থানার মোড়ে বিভিন্ন দোকান থেকে ক্রয়কৃত আম খেয়ে ইফতারের পরে অসুস্থ হয়েছে বলে জানাগেছে। এদের মধ্যে সোহান, জলি, জনি, ইমন, রাজিব সহ বেশ কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.