,

রিয়াজ-বাঁধনের নতুন জুটি

সময় ডেস্ক ॥ চিত্রনায়ক রিয়াজ ছোট পর্দায় এখন অনেকটাই সরব। চলচ্চিত্রে এখন তার উপস্থিতি অনেকটাই কম। ইতোমধ্যে তিনি ছোট পর্দার অনেকটা জায়গা দখল করে নিয়ে বসেছেন। এবার মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ‘ফুসমন্তর’ শিরোনামে একটি টেলিফিল্মে কাজ করছেন তিনি। তার সঙ্গে আছেন লাক্স তারকা বাঁধন। টেলিফিল্মটি ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে। সুজন নামের এক যুবক ঋণের জালে এমনভাবে জড়িয়ে পরেন যে এক পর্যায়ে বাসা থেকে বের হতে পারে না। সব সময় পাওনাদারেরা তার বাসার সামনে এসে বসে থাকে। এদিকে প্রেমিকা বারবার দেখা করার জন্য চাপ দিলেও তিনি বাসা থেকে বের হতে পারে না। এক পর্যায়ে রিয়াজ বোরখা পড়ে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। এরকম এক মজার কাহিনি নিয়ে এগুতে থাকে ‘ফুসমন্তর’ নামের টেলিফিল্ম। ‘ফুসমন্তর’-এ রিয়াজ ও বাঁধন ছাড়াও মিশু সাব্বির, শামীমা নাজনীন, মিলন ভট্ট, নূর আলম নয়ন, আল-আমিনসহ আরও অনেকে অভিনয় করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.