,

হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসি’র মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক সাবিনা আলম। গতকার শনিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ। একটি প্রতিবেদনের মাধ্যমে অনেকে ওপরে তোলা যায়। আবার নেতিবাচক একটি প্রতিবেদনের মাধ্যমে ধ্বংস করে দেওয়া যায়। তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে আরো বলেন,সাংবাদিকদের পাশে থেকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন। সভায় বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক প্রতিদিনের বানীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, বর্তমান সভাপতি শোয়েব চৌধুরী, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, স্বদেশবার্তা সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসকাব সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, মোহাম্মদ নাহিজ, তরফবার্তা সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ। উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিলীপ কুমার বণিক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম, নির্বাহী ম্যাজিস্টেট আলমগীর হোসেন সহ অন্যান্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.