,

চা শ্রমিকদের ১১ দফা দাবী শ্রম মন্ত্রী বরাবর দৈনিক মজুরী-৩০০ ॥ সপ্তাহে ৫ কেজি চাল

প্রেস বিজ্ঞপ্তি ॥ অবিলম্বে নতুন চুক্তি সম্পাদন, ৩০০ টাকা দৈনিক মজুরী, সপ্তাহে ৫ কেজি চাল ভূমির স্থায়ী অধিকার, স্থায়ী এম.বি.বি. এস ডাক্তার নিয়োগ, প্রতি চা বাগানে সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করণ, ইকনমিক জোনের নামে চান্দপুর চা বাগানের ভূমি অধিগ্রহন বাতিলসহ ১১ দফা দাবীতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সকাল ১১.০ টায় চা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সফিউল আলম এর মাধ্যমে শ্রম মন্ত্রীর কাছে গণ স্বাক্ষরসহ স্মারক লিপি প্রদান করা হয়। দীর্ঘ তিন সপ্তাহ পূর্ব থেকে রশিদপুর, লস্করপুর, চান্দপুর, দেউন্দী, বেগম খান, চন্ডীচড়া, আমু, সাতছড়ী সহ বিভিন্ন চা বাগানে ১১ দফা দাবীতে গন স্বাক্ষর সংগ্রহ করা হয়। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার সংগঠক চা শ্রমিক নেতা ময়না রবি দাস ও শিবলাল এর নেতৃত্বে স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বাসদ (মার্কবাদী) হবিগঞ্জ জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম ছাত্র ফ্রন্ট বৃন্দাবন কলেজ শাখার সাধারন সম্পাদক এনামুল হক। স্মারক লিপি প্রদান কালে নেতৃবৃন্দ বলেন চা বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরি ফসল। আর এই চা তৈরী হয় চা শ্রমিকদের রক্ত ঘাম-ঝড়া শ্রমে। কিন্তু সীমাহীন দারিন্দ্র ও পুষ্টিহীনতার শিকার এ অবহেলিত জনগোষ্ঠী উদয়ান্ত পরিশ্রমের পর মাত্র ৬৯ টাকা মজুরী দিয়ে নূন্যতম পুষ্টির চাহিদা পূরণ তো দূরের কথা ক্ষুধার অন্নটুকু পর্যন্ত জোটে না। তাই অবিলম্বে নতুন চুক্তি সহ ১১ দফা দাবী বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন ও দেউন্দী চা বাগানে ৫ দিন ব্যাপী ধর্মঘটের মাধ্যমে উত্থাপিত দাবী মেনে নেওয়ার আহব্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.