,

উপজেলা চেয়ারম্যান ও ইউএনও বরাবর অভিযোগকান্দিগাওঁ পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে ঢাকা-সিলেট মহসড়কের সাথে সংযুক্ত নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাসিন্দারা ও পথচারীরা। নাক মুখ ঢেকে ধরে তাদের চলাচল করতে হচ্ছে। দুর্গন্ধ সহ্য করতে না পেরে অনেকে বমি করছেন। পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে কান্দিগাঁও এলাকার লোকজনসহ স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও উক্ত সড়ক দিয়ে আসা যাওয়া করে হাজার হাজার মানুষ। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বরাবরে এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে ও স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহসড়কের উপজেলার কান্দিগাঁও নামক স্থানে হাজার হাজার মানুষের চলাচলের ব্যস্থতম রাস্তা ও চার পাশে বাড়ি ঘর অবস্থিত রয়েছে এ ছাড়াও কান্দিগাঁও পয়েন্টে রয়েছে অনেক দোকান পাট। এরই মধ্যে ওই গ্রামেরই তেরা মিয়া নামের এক ব্যক্তি ঘরে তুলেছেন কয়েকটি পোল্ট্রি ফার্ম। তারা প্রতিদিন মৃত মোরগ ও মোরগের বিষ্টা ফেলে রাখে রাস্তার পাশে। এসব বর্জের পঁচা দুগর্ন্ধে শ্বাস প্রশ্বাস নেয়া কঠিন হয়ে পড়েছে পথচারীদের। সাধারণ মানুষের সব সময় রোগব্যাধি লেগেই থাকে, বিশেষ করে ছোট ছোট শিশুরা পচা দুর্গন্ধে নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ ব্যাপারে স্থানীয় নেতৃবৃন্দ তেরা মিয়াকে একাদিকবার জানালেও কোন সুরাহা পাচ্ছেন না বলে জানান স্থানীয় লোকজন। বাধ্য হয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন কোথায় সে পরিবেশ অধিদপ্তর? গ্রামের ঘর বাড়ির মাঝখানে চলাচলের রাস্তার পাশ দিয়ে দুর্গন্ধময় পরিবেশে বসবাস করতে হচ্ছে স্থানীয় বাসীন্দাদের। সেই সাথে পথচারীদের ভোগান্তি চরম আকারে ধারন করেছে। পোল্টি ফার্ম খুলে উক্ত স্থানে যে দুর্ঘন্ধ ছড়াচ্ছে তাতে স্কুল-কলেজ, মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীসহ খেটে খাওয়া মানুষের যাতায়তের চরম বিপাকে পড়তে হচ্ছে। এই সড়ক দিয়ে কায়স্থগ্রাম, লোগাঁও, মামদপুর, বনগাওঁসহ কয়েক গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে। সচেতন মহলের দাবী অতি শীঘ্রই এ অসহনীয় দুর্ঘন্ধ বন্ধ করার ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.