,

পেরুর চমককেই ভয় পাচ্ছে চিলি!

সময় ডেস্ক ॥ অধরা মাধুরী লাভের লক্ষ্যে একাট্টা চিলি। স্বপ্নের এত কাছে পৌঁছে আর পিছন ফিরে তাকাতে নারাজ আয়োজক দল। মঙ্গলবার ভোরে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে ভিদাল-সানচেজরা মুখোমুখি হবেন পেরুর। তার আগে চিলি শিবিরের একটাই মন্ত্র, ‘এবারই হবে।’ তবে নাছোড়বান্দা পেরুও। এবারের আসরের দুরন্ত চমক দেখানো দলটি শেষ চারেও অঘটন ঘটাতে বদ্ধপরিকর। তবু খাতায় কলমে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামবে চিলিই। গত বিশ্বকাপের পারফরম্যান্স এবারের কোপা আমেরিকা প্রতিযোগিতায় ‘ডার্ক হর্স’ তকমা এঁটে দিয়েছিল চিলির গায়ে। প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত খেলে কোচ রিকার্ডো গ্যারেচার ছেলেরা প্রমাণ করেছে কেবল ডার্ক হর্স হয়েই সন্তুষ্ট থাকতে চায় না তারা। ৯৯ বছরের ব্যর্থতা ঢাকার স্বপ্ন দেখছে এবারের কোপা আয়োজকরা। এখনও পর্যন্ত ৩৬ বার কোপা আমেরিকায় খেলেছে দেশটি। কিন্তু কখনো শিরোপা জিততে পারেনি তারা। চারবার রানার্স হওয়া আর পাঁচবার তৃতীয় স্থানে থেকে কোপা আমেরিকা শেষ করা দলটি এবার বিজয়োৎসবের স্বপ্ন দেখছে। দেশের মাটিতে চলমান কোপা আমেরিকাতে দলটি কোনো ভুল করেনি। বড় টুর্নামেন্টে দীর্ঘ ১৬ বছর পর সেমিফাইনালে পৌঁছেছে দাপটের সঙ্গে। তবু পেরুকে হালকাভাবে নিতে নারাজ কোচ। সাম্পাওলি বলছেন, ‘অন্য খেলাগুলোর মতোই পেরু আধিপত্য দেখিয়ে এগিয়েছে। সেমিফাইনালে ওরা আরও মরিয়া হয়ে উঠবে। তবে আমরা অনেক উচ্চমার্গে ফুটবল খেলছি। চিলি সেমিফাইনালের জন্য খেলার এ ধরন বদলাবে না। এ ভাবে খেলাটাই হলো বড় আসরে সাফল্যের একমাত্র পথ।’ সহজে হাল ছাড়তে নারাজ পেরুও। পাওলো গুয়েরেরো হ্যাটট্রিকে ভর করে কোয়ার্টার ফাইনালে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে এসেছে তারা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এবার ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন গুয়েরেরোরা। গত ম্যাচের নায়ক বলেন, ‘আমরা ক্রমশ ভাল করছি। শুরুতে আমাদের উপর খুব বেশি মানুষের আস্থা ছিল না। কিন্তু আমরা আবারো প্রমাণ করেছি যে আমরা কতটা ভাল দল!’ পেরুর কোচ রিকার্ডো গ্যারেচা সেমিফাইনাল নিশ্চিতের পরই জানিয়েন তাঁর লাল সাদা জার্সিধারী দল কোপা আমেরিকায় ‘আরও বেশি’ কিছু অর্জন করতে মরিয়া। গ্যারেচার বিশ্বাস, আয়োজক চিলির সাথে সমানে লড়বে তাঁর দল। পেরু কোচ বলেন, ‘খেলোয়াড়দের উদ্দীপনার তারিফ করতেই হবে। লড়াকু প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো অস্ত্র আমাদের আছে। প্রতিটি ম্যাচেই আমরা ভাল করছি। আমাকে যা সবচেয়ে বেশি আনন্দিত করেছে তা হলো পুরো দেশ আমাদের পারফম্যান্সে খুশি। তবু ভুললে চলবে না, আমাদের কাজ এখনও শেষ হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.