,

হবিগঞ্জ শহরের রাস্তার বেহাল দশা! দেখার কেউ নেই

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ জেলার পৌরশহরের রাস্তাঘাটের বেহাল দশা। যেন দেখার কেই নেই। শহরের প্রধান কেন্দ্রস্থল চৌধুরীবাজার এর সামনের দৃশ্য দেখলে মনে হবে এটি সড়ক নয়-যেন খাল অথবা নালা। ফলে জনদুর্ভোগ বেড়ে যায়। বিশেষ করে পথচারী চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে। গত দু-দিন প্রচুর বৃষ্টি হলে শহরের কয়েকটি স্তানে পানি জমে থাকে। ফুটপাত ধরে হাটছিল সাধারণ লোকজন, হঠাৎ তাদের পাশ দিয়ে দ্রুত গতিতে একটি সিএনজি বেশ বেগে চলে গেলে রাস্তার ময়লা পানি ছিটে তাদের গায়ে পড়লে তারা অভাক হয়ে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। রাস্তার ময়লা পানি ছিটিযে যায় পথচারীদের গায়ে। বৃষ্টির দিনে শহরের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলে পথচারী চালকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে থাকে। শহরের বেশ কয়েকটি এলাকায় সড়কের কিছু স্তান দীর্ঘদিন ধরে ভাঙ্গা। বৃষ্টি হলে ভাঙ্গা স্তানে পানি জমে থাকে। গাড়ি চলাচলের সময় কোন পথচারী ওই জায়গা দিয়ে নিরাপদে পারাপার হতে পারে না। বাজারের এক লন্ডি ব্যবসায়ী জানান তার দোকানের সামনে অনেকদিন ধরে সড়কের কিছু জায়গা ভাঙ্গা। গত কয়েক মাস আগে ভাঙ্গা জায়গা মেরামত করা হয়েছে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওই জায়গায় আবার ভাঙ্গন দেখা দিয়েছে। বৃষ্টির দিনে রাস্তার ভাঙ্গা জায়গায় পানি জমে থাকে। ফলে পথচারির চলাফেরা করতে ব্যাপক সমস্যার সম্মুক্ষিন হতে হচ্ছে। পৌর পরিষদের পরিকল্পিত ড্রেনের ব্যবস্থা না হওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশণ হচ্ছে না। ফলে সহজেই রাস্তার বিভিন্ন স্তানে পানি জমছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.