,

হবিগঞ্জের কাশিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

মাহফুজ নয়ন ॥ হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানা যায়, ওই গ্রামের ডেঙ্গু মিয়ার ছেলে আলী ইসলাম ও মৃত আতিক উল্লার পুত্র আতাউর রহমানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল মাঠে গরু চরানোকে কেন্দ্র করে উভয় পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছে। এছাড়া হাসপাতালে এসেও দু’দফা সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় সংবাদ কর্মীরা তাদের শান্ত করেন। আহতদের মধ্যে, প্রায় ১শত বছর বয়সি আকবর হোসেন, সাইফুল ইসলাম, আবুল হোসেন, বদরুল আলম, মীর হোসেন, আমির হোসেন, সামছুল, আক্কাস, জহুর আলী, বদরুল, আকবর আলী, মাতব্বর আলী, মহিবুর, শামীম, হোসেন মিয়া, ইয়াদ, লিয়াকত আলী, হোসেন আলী, নিয়ামত আলী, জবরুল হক, রিপন, আমির শামছু, সালামত, ইমন, ইদ্রীস, মর্তুজ, আহম্মদ, জহিরুল, সবুজ, মোঃ আলী, আরজু, জসীম, আলী ইসলাম, আতাউর, নুরুল, কুদরত, মলাই, গেদা মিয়া, ধুদা মিয়া, মুকিত, বকুল, তবারক মিয়াসহ ৪৪ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আকবর আলী ও ইদ্রিসকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.