স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক সৈয়দাবাদ গ্রামে গতকাল শনিবার সন্ধ্যায় রিপন মিয়া (৩০) নামের এক ব্যক্তি গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উল্লেখিত গ্রামের লাল মিয়ার পুত্র রিপন মিয়া ইফতারের সময় তার নিজ ঘরের তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ইফতারের পর রিপনকে তার বাড়ির লোকজন খোঁজ করতে গিয়ে দেখেন তার ঘরের তীরের সাথে ঝুলে রয়েছে। সাথে সাথে এলাকাবাসী এসে গোপলারবাজার পুলিশ ফাঁিড়তে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁেছ লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, রীপন বিবাহিত ছিলো। কিছুদিন পূর্বে স্ত্রীকে তালাক দেয়। সে মাদকাসক্ত ছিলো বলেও জানান তারা।
Leave a Reply