,

নবীগঞ্জে গাঁজা সহ দুই যুবক আটক ॥ ৫ দিনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে গাঁজা সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে ওই ইউনিয়নের মোস্তফাপুর ঈদগাহর সামন থেকে প্রজাতপুর গ্রামের আপার উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (২১) ও একই গ্রামের আসিক মিয়ার পুত্র খালেদ মিয়া (২০) কে আটক করে। পরে ওই দিনই দুপুরে ভ্রাম্যমান আদালত তাদেরকে ৫দিন জেল। পুলিশ জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের সূত্র ধরে ইনাতগঞ্জ-সৈয়দপুর সড়কের মোস্তফাপুর গ্রামের একটি ঈদগাহর সামনে থেকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই ধর্মজিত সিনহার নেতৃতে একদল পুলিশ একটি সিএজি অটোরিক্সা তল্লাশি করে সাইফুল ইসলাম ও খালেদ মিয়াকে ৮ পুরিয়া গাঁজা সহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসেনের কার্যালয়ে তাদের হাজির করা হলে ৮ পুরিয়া গাজা বহন করার অপরাধে তাদের কে ৫ দিন করে জেল দেয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.