,

বিস্ফোরক মামলায় জি কে গউছের জামিন নামঞ্জুর

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জি কে গউছের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো: আতাব উল্লার আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ ও মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিনসহ বিএনপির অর্ধশতাধিক আইনজীবী। বাদীপক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আকবর হোসেন জিতু ও এ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় শ্যোন এ্যারেস্টে হয়ে কারাগারে আছেন জি কে গউছ। এর আগে, গত ২১ জুন জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালতে জামিন চাওয়া হলে তা নামঞ্জুর হয়। প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন শাহ এ এম এস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন। আহত হন আরও ৪৩ জন। এ ঘটনায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: আব্দুল মজিদ খান বাদী হয়ে সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা করেন। হত্যা মামলার বিচারের কাজ শুরু হলেও বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটির এখনো সম্পূরক চার্জশিট দেওয়া হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.