,

১০ কেজি কারেন্ট জাল জব্দ ॥ জরিমানা আদায়নবীগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে হোটেল, কারেন্টের জাল বিক্রেতা, ফুটপাতের দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসেন‘র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, গতকাল বিকালে পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলাকালে শেরপুর রোডের মাধুরী হোটেল ও অবকাশ হোটেলকে পঁচা-বাসী খাবার বিক্রি ও নোংরা পরিবেশে ভেজাল খাবার তৈরির কারণে তাদেরকে সর্তক করে দেয়া হয়। পরবতির্তে অভিযানে এ অবস্থা থাকলে জরিমানা করা হবে বলে জানানো হয়। এ সময় কারেন্ট জাল বিক্রিকালে বিক্রেতা করগাঁও ইউনিয়নের সাকুয়া গ্রামের আঃ আলীমের ছেলে মকবুল হোসেনকে ১০ কেজি জালসহ হাতে নাতে আটক করা হয়। পরে তাকে পাঁচ শত টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত ১০ কেজি কারেন্টের জাল আগুন দিয়ে পোড়ানো হয়। শহরের রাস্তায় অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা করার অপরাধে ২ জন পান বিক্রেতা ও ২ জন কাঠাল বিক্রেতাকে প্রত্যেককে ২ শত টাকা করে মোট ৮শত টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন থানার এসআই আশিকুল ইসলামসহ একদল পুলিশ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেখূজ্জান খান, সেনেটারী ইনেসপ্টের নূরে আলম সিদ্দিকী, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.