স্টাফ রিপোর্টার ॥ লোডশেডিয়ের প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত সাড়ে ১২ টার দিকে শাহেদুল ইসলাম চৌধুরী রিপন ও অলিউর রহমানের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল নবীগঞ্জ শহর প্রদক্ষিন শেষে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে লোডশেডিংয়ের প্রতিবাদে স্লোগান দিতে থাকে। খবর পেয়ে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুদিন চন্দ্র দাশ ও এস.আই নজরুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ ও যুবলীগ নেতা মুহিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্ঠা করেন। পরে পল্লীবিদ্যুতের ডিজিএম দুঃখ প্রকাশ করে ঘন্টাখানেকের মধ্যে বিদ্যুৎ দেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারীরা হলেন মনর উদ্দিন, এম. মুজিবুর রহমান, দেলোয়ার হোসেন মাসুদ, মন্তাজ আহমেদ, শাহ্ মাহফুজ, মুরাদ মিয়া, ফরহাদ হোসেন, রিপন মিয়া, শামীম আহমেদ, ইফতি, সোহাগ মিয়া, মুজাহিদ, মহসিন, সোহাগ, আশরাফ প্রমুখ।
Leave a Reply