,

ওয়ানডে সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের

সময় ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের পছন্দের ফরমেটেও জাত চেনাতে ব্যার্থ হল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজ হোয়াট ওয়াশ হওয়ার পর প্রথম ওয়ানডেতেও ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হল বাংলাদেশের টাইগাররা। নির্ধারিত ৪০ ওভারের ৮.৫ ওভার হাতে রেখেই ১৬১ রানের ছোট টার্গেট তারা করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা। টাইগার ব্যাটসম্যানরা আবারও হতাশায় ডুবালেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩৬.৩ ওভারে ১৬০ রানে অলআউট হয় স্বাগতিকরা। ১৬১ রানের লক্ষ্যে ব্যাটিং এ নামে সফরকারীরা। ৩১.১ ওভার শেষে ৮ উইকেট হাতে রেখেই অনায়াসেই জয় পেয়ে যায় প্রোটিয়ারা। ডু প্লসিস ৬৩ ও রুশো ৪৫ রানে অপরাজিত থেকে জয়ের বন্দরে পৌছে দেন দঃ আফ্রিকাকে। অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক হাশিম আমলা ১৪ ও ওপেনার ডি কক্ ৩৫ রান করেন। বাংলাদেশের পক্ষে অধিনায়ক মাশরাফি ও নাসির একটি করে উইকেট নিয়েছেন। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। দলীয় ১৭ রানে টানা তিন বলে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন ফাস্ট বোলার কাগিসো রাবাদা। তামিম (০), লিটন (০) ও মাহমুদুল্লাহ (০) টানা আউট হয়ে গেলে বেশ খানিকটা চাপে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ৪০ রানে রাবাদার শিকার হয়ে সাজঘরে ফিরেন ওপেনার সৌম্য সরকার (২৭)। চার উইকেটের পতনের পর বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব আল হাসান। পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমকে (২৪) সঙ্গে নিয়ে তিনি দলের সাথে যোগ করেন ৫৩ রান। ৯৩ রানে মুশফিক আউট হয়ে গেলে আবারও চাপে পড়ে যায় বাংলাদেশকে। এরপর সাকিব আল হাসানকে যোগ্য সঙ্গ দিতে পারেননি আর কোনও ব্যাটসম্যানই। ১০৪ রানে সাব্বির রহমান প্যাভিলিয়নের পথ ধরেন মরিসের দারুণ বলে বোল্ড হয়ে। ১২০ রানে ইমরান তাহিরের ঘূর্ণিতে এলবিডব্লিউ এর ফাঁদে পরার আগে ৫১ বল খেলে ৫ চারের সহায়তায় ৪৮ রান করেন সাকিব। শেষদিকে দলকে একাই টেনে নিয়ে গেছেন নাসির হোসেন। মাশরাফি ও জুবায়ের ব্যাট হাতে ব্যর্থ হলেও নাসির দেখেশুনে খেলে যান। ১১ বল খেলে কোন রান না করে অপরাজিত থেকে তাকে সমর্থন জুগিয়ে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ৪৪ বল খেলে ৩ চার ও ইনিংসের একমাত্র ছক্কায় ৩১ রান করে নাসির আউট হলে ১৬০ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। দক্ষিণ আফ্রিকার পক্ষে রাদাবা ৬টি ও ক্রিস মরিস ২টি উইকেট শিকার করেন। ইমরান তাহির ও জেপি ডুমিনি পেয়েছেন ১টি করে উইকেট।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.