চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঘনশ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে উদ্ধার ও আটক করা হয়। সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার, কাজী মনিরুজ্জামান এবং এএসপি, মোঃ আজিজুল হক সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ উপজেলার আমু পুরানলাইন এলাকার কার্তিক জরার ছেলে অনিল (২০) ও একই গ্রামের সুনীলের ছেলে মনিল (২২) কে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা হবে। পরে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত আসামীদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply