গত ১২ জুলাই রোজ শনিবার দৈনিক বিবিয়ানা পত্রিকায় শেষ পৃষ্টায় নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুত্বর আহত শিরোনামে সংবাদটি আমার সৃষ্টি গোচর হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে পানিউম্দা ইউনিয়নের নোয়াগাওঁ গ্রামের মৃত: দেওয়ান খিজির মিয়া চৌধুরীর বড় পুত্র দেওয়ান শাহাবউদ্দিন চৌধুরী জুম্মার নামাজ পড়ে বাড়ী ফেরার পথে সৎ ভাই মজুদ চৌধুরী, শিশু চৌধুরী ও তার সৎ বোন সফিনা বেগম চৌধুরী পূর্ব পরিকল্পনা করে তাদের উপর হামলা করা হয়েছে। যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হচ্ছে, গত শুক্রবার জুম্মার নামাজের সময় বৃষ্টি হচ্ছিল এ সময় শাহাবউদ্দিন চৌধুরী জুম্মার নামাজ শেষে বাড়ী ফিরছিলেন তখন পা ছিটকিয়ে তিনি মাটিতে পড়ে আহত হন। পড়ে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। প্রকৃত ঘটনাকে আড়াল করে মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের ঘায়েল করার জন্য সাংবাদিক ভাইদের ভূল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে। শাহাব উদ্দিন চৌধুরীর সাথে আমাদের পূর্বে বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে সে মামলায় পরাজিত হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে আমি এই মিথ্যা সংবাদে তীব্র প্রতিবাদ জানাই। সেই সাথে ওই মিথ্যা বানোয়াট সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
প্রতিবাদকারী
অজুদ আহমদ চৌধুরী
পিতা-মৃত: দিলদার আহমদ চৌধুরী
সাং নোয়াগাওঁ,
১৩নং পানিউম্দা ইউ/পি
নবীগঞ্জ, হবিগঞ্জ।
Leave a Reply