,

রিচি ফুটবল একাডেমীকে জার্সি ও বল প্রদান করেন ভাইস চেয়ারম্যান আউয়াল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জর সদর উপজেলার রিচি ফুটবল একাডেমীর খেলোয়ারদের জার্সি ও বল প্রদান করেছেন হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল। গত মঙ্গলবার বিকালে তিনি রিচি গ্রামে গিয়ে রিচি ফুটবল একাডেমীর অধিনায়ক মোঃ মস্তফা মিয়ার হাতে তিনি এই জার্সি ও বল তুলে দেন। এ সময় রিচি ফুটবল একাডেমীর অন্যান্য খেলোওয়াররা উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর কৃষকদল নেতা মাসুদুর রহমান মাসুক ও ইমরান আহমেদ। এসময় ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষের মন ও শরীরের বিকাশ হয়। তাই খেলাধুলায় আমাদের যুব সমাজকে উৎসাহিত করতে হবে। একজন ভাল খেলোয়াড় দেশ ও জাতির গর্ব। এ জন্য খেলোয়ারদের পরিচর্চা করতে হবে। তাহলেই একজন ভাল খেলোয়ার তৈরী হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.