স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বানিয়াচং সড়কে কালা ডোবা নামক স্থানে সি এন জি অটো রিক্সসায় অভিযান চালিয়ে কাজী মইনুল ইসলাম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ । এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করেছে। সে বানিয়াচং উপজেলার পশ্চিম পুকরা গ্রামের মৃত কাজী আব্দুর নুর এর পুত্র। গতকাল রবিবার বিকালে ডিবি এস আই সুদিপ রায় এর নেতুত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কালা ডোবা ব্রীজ থেকে মইনুলকে আটক করে। এসময় তার অন্য সহযোগীরা পানিতে লাফ দিয়ে পালিয়ে গেছে।
Leave a Reply