হবিগঞ্জ প্রতিনিধি ॥ শহরের রাজনগরে হিফজুল কোরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪ টায় রাজনগর আবাসিক এলাকার আল-আমিন ইসলামী একাডেমী ও হিফজুল কোরআন মাদরাসায় এ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা মুুফতি মাররুর সভাপতিত্বে ও হাফেজ আমীনুর রশীদ মামনুন এর উপস্থাপনায় উক্ত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা, কেন্দ্রিয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী এম এ সোবহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাহকভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মুখলেসুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আমীর হোসেন, হাফেজ মাওলানা মঞ্জুরুল হক, ক্বারী মাওলানা আতিক। সভায় প্রধান অতিথি হিফজুল কোরআন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
Leave a Reply