,

পাক-ভারত গণমাধ্যমে টাইগারদের প্রশংসা

সময় ডেস্ক : পাকিস্তানের শক্তিশালী দৈনিক পত্রিকা দ্য ডন বাংলাদেশের বোলারদের প্রশংসা করে প্রতিবেদন প্রকাশ করেছে। ‘বোলিং শাইন এজ বাংলাদেশ থাম্প সাউথ আফ্রিকা টু লেভেল সিরিজ’ শিরোনামে সোমবার সংবাদ প্রকাশ করে পত্রিকাটি। বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিংরে জন্যই বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ম্যাচের সমতা আনতে সক্ষম হয়েছে। এছাড়া ডন’র প্রতিবেদনে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েরও প্রশংসা করা হয়েছে। ব্যাটিংয়ে সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদের জন্যই বাংলাদেশ সিরিজে সমতা এনেছে বলেও প্রশংসা করা হয়েছে। শুধু পাকিস্তান নয় এর আগে ভারতের আনন্দবাজার প্রত্রিকাও বাংলাদেশের বোলার প্রশংসা করে প্রতিবেদন প্রকাশ করেছে। স্বমহিমায় ফিরছেন মুস্তাফিজ’ শিরোনামে আনন্দবাজার প্রতিবেদন প্রকাশ করেছিল রোববার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.