,

পিছিয়ে পড়া হবিগঞ্জকে এগিয়ে নিতে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অগ্রনীভূমিকা পালন করছে…এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির বলেছেন, ‘বর্তমান ডিজিটাল যুগে ইলেক্ট্রনিক মিডিয়ার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে পিছিয়ে পড়া হবিগঞ্জকে এগিয়ে নিতে এই ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অগ্রনী ভূমিকা পালন করছে। হবিগঞ্জ এখন আর অবহেলিত নয়, সাংবাদিকদের সহযোগিতায় হবিগঞ্জ এখন অনেকদূর এগিয়েছে।’ তিনি বলেন, ‘গাজীপুরের পরই হবিগঞ্জ একটি শিল্পোন্নত জেলায় পরিণত হয়েছে। মাহে রমজান উপলক্ষে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির উপরোক্ত কথাগুলো বলেন। গত ১৪ জুলাই গত মঙ্গলবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন টিভি জার্নালিস্ট এসোসিয়শনের সভাপতি রাসেল চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, রেডক্রিসেন্ট হবিগঞ্জ জেলা ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র সভাপতি মোঃ মোতাচ্ছিরুল ইসলাম ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়শনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। বক্তব্য রাখেন, রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর ডেপুটি গভর্নর ডাঃ জমির আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বিশিষ্ট দন্ত চিকিৎসক ও রাজনীতিক ডাঃ আহমদুর রহমান আবদাল, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক শড়খ শুভ্র রায়, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, ইটালিস্থ হবিগঞ্জ জেলা কল্যান সমিতির সভাপতি ইসলাম সিজিল, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাত সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির, শায়েস্থাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রকিব, বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাফিজুল ইসলাম, টিভি জার্নালিস্ট এসোসিয়শনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি হেমায়েত আলী খান, অপু চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়শনের সহ-সভাপতি আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, জেলা জাসাদের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, মানবকন্ঠের জেলা প্রতিনিধি পাভেল খান চৌধুরী প্রমুখ। ইফতার মাহফিলে কোরআন তেলাওয়াত করেন এস এ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, বিশিষ্ট কবি তাহমিনা বেগম গিনি, তরফবার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, আয়না সম্পাদক রাশেদ খান, লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, টিভি জার্নালিস্ট এসোসিয়শনের সাবেক সভাপতি আলমগীর খান, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল বারি লস্কর, স্বদেশবার্তার নির্বাহী সম্পাদক মুজিবুর রহমান, টিভি জার্নালিস্ট এসোসিয়শনের প্রতিষ্ঠাতা সদস্য মোফাজ্জল সাদাত মুক্তা, সৈয়দ এখলাছুর রহমান খোকন, আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা ইনচার্জ আশরাফুল ইসলাম কোহিনুর, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এম এ ওয়াহেদ, সদর থানার তদন্ত ওসি বিশ্বজিত দেব, মাই টিভির জেলা প্রতিনিধি মোশাহিদ আলম, যায় যায় দিনের জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, দৈনিক সমাচারের নির্বাহী সম্পাদক দিদার এলাহী সাজু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, মোহনা টিভির জেলা প্রতিনিধি শানু মিয়া, অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক রাজু আলী, মিলিনিয়াম টিভির জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সুরুজ আলী, দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী, এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ, সমাচারের স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ প্রমুখ। ইফতার মাহফিলে এমপি আবু জাহির হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের জন্য ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.