নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর পুর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি কাজিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়ার ছোট ভাই ও নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের সভাপতি নিয়ামুল করিম অপুর চাচা মোঃ হারুনুর রশিদ হারুন (৬৩) আর নেই। তিনি গত শনিবার ঈদের দিন সকালে নিজ বাড়ীতে ইন্তোকাল করেছেন। ইন্নাল্লিল্লাহি ………রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছু দিন ধরে মরন ব্যধি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মরহুমের নামাজে জানাযা ওই দিনই বাদ আছর নিজ গ্রামের মসজিদ মাঠে অনুষ্টিত হয়েছে। জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উক্ত জানাযার নামাজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সুয়েব আহমদ, স্থানীয় চেয়ারম্যান মেহের আলী মহালদার, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, জেলা জাতীয় পার্টির নেতা এমরান মিয়া, সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী জমশেদ আলী, আলিফ উদ্দিন মেম্বার, আব্দুল আজাদ মেম্বার, অনু মিয়া, সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, ছাত্রসমাজ নেতা জাশেদ আলম ছাড়া ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী।
Leave a Reply