স্টাফ রিপোটার ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ ঘোষনার দাবীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বানিয়াচং পয়েন্টে ৩ দিনব্যাপী গণ স্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করা হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নবীগঞ্জ উপজেলা সংসদের সমন্বয়ক সৈকত দাশের সভাপতিত্বে এবং রুবেল মিয়ার পরিচালনায় উদ্বেধনী অনুষ্টানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সাধারন সম্পাদক খলিলুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সাধারন সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি রাকিল হোসেন, নবীগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক আহবায়ক শামীম আহমদ, ইশ্বর দাশ, হিমান দাশ প্রমূখ। বক্তারা বলেন, নবীগঞ্জের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও বিবিয়ানা গ্যাসক্ষেত্রের মাধ্যমে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। তা সত্ত্বেও নবীগঞ্জ উপজেলায় সরকারী কোন শিক্ষা প্রতিষ্টান নেই। তাই নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়কে আগামী ২০১৬ সালে শতবর্ষে জাতীয়করন করার জোরদাবী জানান।
Leave a Reply