,

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

এমদাদুল হক, জেদ্দা সৌদি আরব থেকে ॥ সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। গত শুক্রবার (০৭ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ৩০মিনিটে দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে জেদ্দা কনসুলেট জেনারেল এ কে এম শহীদুল করিম ও কনসাল রেজা এ রাব্বি খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এবং আহতদের খোঁজ-খবর নেন। এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। নিহতরা জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা মাধ্যমের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতরা হলেন, ফয়সাল,খান, বাড়ি বরিশাল সদর থানা। খন্ধকার সৈকত হোসেন, বাড়ি টাঙ্গাইল। একরামুল হাসান অনিক কুমিল্লা হোমনা থানা। এবং মারজুক মোঃ শোয়েব, তার বাড়ি চট্টগ্রাম জেলায়। আর আহতদের স্থানীয় কিং আবদুল্লাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, তারেফ, শাহাদাত, জহির, আয়াজ, ফয়সাল,আব্দুল কাদির, শাহ আলম। এছাড়া চার মরদেহ রয়েছে কিং ফাহাদ হাসপাতালের মর্গে। জানা যায়, ছুটি কাটাতে একটি প্রাদু গারী করে জেদ্দায় সমুদ্র সৈকতে যাচ্ছিলেন ওই ১১ শিক্ষার্থী। গত শুক্রবার সন্ধ্যায় রওয়ানা দেন তারা, যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৭ জন আহত হয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.