স্টাফ রিপোর্টার ॥ দ্রুত বিচার আইনের মামলায় বানিয়াচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ও তার পুত্র মহানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন দ্রুত বিচার আইনের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার। জানা যায়, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর সৎ ভাই ছয়ফুল আলম চৌধুরী গত ৩০ এপ্রিল হবিগঞ্জ দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য প্রেরণ করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। তদন্ত শেষে মামলাটির ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে দ্রুত বিচার আদালতে প্রতিবেদন দাখিল করেন। এ প্রেক্ষিতে দ্রুত বিচার আদালতের বিচারক সাবেক চেয়ারম্যান নুরুল আমিন তার পুত্র মহান, চাচাতো ভাই লুৎফুর রহমান ও মুজিবুর রহমানসহ ৬৮ জনকে ৫ আগস্ট আদালতে হাজির হওয়ার জন্য সমন প্রেরণ করেন। কিন্তু সকল আসামীগণ ৫ আগস্ট আদালতে আত্মসমর্পন না করায় ওই দিন তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানার আদেশ জারী করেন।
Leave a Reply