,

চির নিদ্রায় শায়িত বাহুবলের পাঁচ গ্রাম নেতা সামসুল হোসেন দরবেশ

বাহুবল প্রতিনিধি ॥ চিরনিদ্রায় শায়িত হলেন বাহুবল উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, পাঁচ গ্রাম নেতা সাবেক ইউপি সদস্য সামসুল হোসেন দরবেশ। গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলার মিরপুরস্থ আলিফ সোবহান চৌধুরী কলেজ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাযায় সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, দৈনিক তরফ বার্তা সম্পাদক অধ্য ফারুক উদ্দিন চৌধুরী, ২৮ পরগনার নেতা ইনাম আহমেদ চৌধুরী, মাওলানা আব্দুল বারি আনছারিসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে, গতকাল বুধবার সন্ধ্যায় ৫ গ্রাম নেতা মরহুম সামসুল হোসেন দরবেশের বাড়িতে যান এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। তিনি তখন মরহুমের আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.