আব্দুল হামিদ ॥ হবিগঞ্জে বালিকা উচ্চ বিদ্যায়ের স্কুলছাত্রীকে মারধোরের ঘটনায় গ্রেফতারকৃত বখাটে রুহুল আমিনের ৭ দিনের রিমান্ড আবেদন জানালেও জেলা ও দায়রা জজ আতাব উল্লাহ শিশু আইনে এই আবেদন না-মঞ্জুর করেছেন। আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে রাহুলকে আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার ৭ দিনের আবেদন প্রার্থনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর ফারুক। বিজ্ঞ জেলা ও দায়রা জজ ও শিশু আদালদের বিচারক আতাব উল্লাহ প্রথমে রিমান্ডের আবেদন না-মঞ্জুর করে পরে সিদ্ধান্ত দিবেন বলে এজলাশ থেকে নেমে যান। আবার বিকেলে ৫ টায় এসে তিনি নুরুল আমিন রাহুলকে গাজীপুর জেলার টঙ্গীতে অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানের জন্য পুলিশকে নির্দেশ দেন। প্রসঙ্গত, গত ২৬ আগস্ট হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে মারধোর করে বখাটে রুহুল আমীন। পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি জানাজানি হলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। তৎপর হয় পুলিশ। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন এর সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে।
Leave a Reply