,

চট্রগ্রামের দিঘীর পাড়ে বানিয়াচংয়ের যুবককে জবাই করে হত্যা

বানিয়াচং প্রতিনিধি ॥ চট্রগ্রামে বানিয়াচংয়ের যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে বানিয়াচং সদর প্রথমরেখ গ্রামের আজমান উল্লার পূত্র জুনাঈদ মিয়া (২৭)। শুধু জবাই করেই খান্ত হয়নি খুনিরা। তার দেহকে তিন টুকরো করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কউকে আটক করতে পারেনি চট্রগ্রাম বন্দর থানা পুলিশ। চট্রগ্রাম বন্দর থানা পুলিশ জানায়, জুনাঈদ কয়েক বছর যাবৎ পাহাড়তলী কলসী দিঘীর পাড়ে ভাড়া করা বাসায় বসবাস করতেন। তিনি ব্যবসা করতেন এবং তার স্ত্রী গার্মেন্টসে কাজ করতো। প্রতিদিনের মত গতকাল বৃহস্পতিবার সকাল ৭ টায় তার স্ত্রী কর্মস্থলে যোগদান করে। সকাল সাড়ে ৮ টায় জুুুনাঈদের ১০ বছরের শিশু পুত্র স্কুলে রওয়ানা দেয়। এসময় বাসার প্রধান ফটকে ৩ যুবক তার বাবা ঘরে আছে কিনা জানতে চায়। দুপুর ১২টায় সে স্কুল থেকে ফিরে এসে দেখতে পায় ঘরে রক্তের স্রোত। বাবা ঘরে নেই। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দুপুর ২ ঘটিকায় পার্শ্ববর্তী একটি পুকুর থেকে জুনাঈদের মাথাসহ দেহের তিন টুকরো উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করে। এ ঘটনার সত্যতা স্বীকার করে চট্রগ্রাম বন্দর থানার অফিসার ইন্চার্জ বদরুল মামুন মোবাইলে এ প্রতিনিধিকে জানান, ঘাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। জুনাঈদের লাশ আজ শুক্রবার তার গ্রাম বানিয়াচংয়ে পাঠানো হবে বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.