,

বানিয়াচংয়ে এবার ৯ম শ্রেণীর ছাত্রীকে পানিতে চুবিয়ে নির্যাতন

আনোয়ার হোসেন ॥ বানিয়াচং পল্লীতে এবার ৯ম শ্রেণীর ছাত্রীকে পানিতে চুবিয়ে নির্যাতন চালিয়েছে বখাটেরা। এর প্রতিবাদে আধাঘন্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়ন এর চানপুর গ্রামে। ই গ্রামের দরছ আলীর শ্যালিকা তুফা বেগম (১৪) গতকাল সকাল ১০টায় পার্শ্ববর্তী জনতা উচ্চ বিদ্যালয়ে রওয়ানা দেয়। পথিমধ্যে একই গ্রামের নুরুল ইসলামের পুত্র ফয়জুর রহমান (২৫) ও তার সঙ্গীরা মেয়েটিকে মারধর করে বাঁশের সাকো থেকে পানিতে ফেলে দেয়। এসময় বখাটেরা ওই ছাত্রীকে পানিতে চুবিয়ে নির্যাতন চালায়। ওই ছাত্রীকে বাঁচাতে দরছ আলীর ভাবী রাবেয়া বেগম (২৫) এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পথচারীরা গুরুতর আহত ছাত্রী ও রাবেয়াকে লম্পটদের কবল থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পরলে জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী বানিয়াচং নবীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করে ঘটনার প্রতিবাদ জানান। পুলিশ তাৎক্ষনিক বখাটেদের ধরতে অভিযান চালিয়ে কাউকে আটক করতে পারেনি। ঘটনার সত্যতা স্বীকার করে বানিয়াচং থানার এসআই মোবারক হোসেন জানান, অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে তুফা বেগম উপজেলার বড়ইউড়ি গ্রামের মহিবুর চৌধুরীর মেয়ে। সে তার বোনের বাড়ি চানপুরে থেকে লেখাপড়া করত। তার বোন জামাই দরছ আলীর সাথে মান্নান মিয়ার পারিবারিক বিরুধের জের ধরে স্কুল ছাত্রী তুফাকে নির্যাতন চালানো হয়। এ ঘটনায় মামলা দাায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার জানিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.