হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার মার্কুলি থেকে ২২ বোতল হুইস্কি উদ্ধারের ঘটনায় মাদক স¤্রাট রঞ্জিত বর্মণ (৩০) কে হবিগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। এরপূর্বে তার স্ত্রী মাদক সমাজ্ঞী চন্দ্রনা বর্মণ (২৫) কে আদালত কারাগারে প্রেরণ করেছে। এ ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। আটক রঞ্জিত বর্মণ গহরচাঁন বর্মণের পুত্র। গতকাল রবিবার সকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে স্বামী-স্ত্রী আদালতে আত্মসমপর্ণ করতে আসে। বেলা ১১টায় চন্দ্রনা আদালতে আত্মসমপর্ন করলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে রঞ্জিত কোর্ট থেকে পালিয়ে যাবার সময় হাসপাতাল সড়ক থেকে সদর থানা পুলিশ তাকে আটক করে। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, উল্লেখিত মাদক রঞ্জিতের বাড়ি থেকে উদ্ধার করা হয়। এসময় রঞ্জিত ও তার স্ত্রী পালিয়ে যায়। তারা মাদক মামলার এজাহারভুক্ত আসামী।
Leave a Reply