বানিয়াচং প্রতিনিধি ॥ ১০ কেজির চাউলের বদলে ৭ কেজি দেওয়ার প্রতিবাদ করায় বানিয়াচং ৬নং কাগাপাশা ইউনিয়ন পরিষদে ভিজিডির চাউল নিতে আসা লোকজনকে বেধরক পিটিয়েছেন ওই ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম। এ ঘটনায় এলাকায় বইছে নিন্দার ঝড়। ভূক্তভোগীরা জানান, গত পরশু মঙ্গলবার বিকালে নির্ধারিত সময়ে চাউল বিতরণকালে তিনি ১০ কেজি চাউলের বদলে ৭ কেজি করে প্রত্যেককে প্রদান করেন। এসময় মকা গ্রামের মৃত ইছাব আলীর পুত্র কাজল মিয়া, উমরপুর গ্রামের আলছ খন্দকারসহ কয়েকজন প্রতিবাদ করলে তাদেরকে বেধরক মারপিট করেন চেয়ারম্যান। এ ঘটনা প্রথমে স্বীকার না করলেও পরে মকা এলাকার ইউপি সদস্য শাফিক মিয়া আংশিক সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যান কয়েকজনকে ধাক্কা দিয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়েছেন, মকা গ্রামের বিশিষ্ট মুরুব্বীরা, উপজেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল। ব্যাপারে বক্তব্য জানতে মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও চেয়ারম্যান নুরুল ইসলামকে পাওয়া যায়নি।
Leave a Reply