,

সিলেটে আধিপত্য বিস্তারের জেরে হবিগঞ্জের কিশোর খুন

জুয়েল চৌধুরী : সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাওন আহমেদ (১৭) নামের এক কিশোর খুন হয়েছেন। গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই কিশোর।
নিহত কিশোর শাওন সিলেট নগরের বনকলাপাড়ার বাসিন্দা ও হবিগঞ্জ সদরের সুলতান মাহমুদপুরের সেলিম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নগরের বাগবাড়ি ও সাগরদিঘি পাড়ের কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে কয়েকদিন আগে কিশোরদের বয়োজ্যেষ্ঠরা সমাধান করে দিলেও ভেতরে ভেতরে ােভ ছিল একটি পরে। শুক্রবার সন্ধ্যায় বাগবাড়ির কয়েকজন সাগরদীঘির পাড়ে এসে শাওনকে ছুরিকাঘাত করে ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তরণের কারণে শাওন মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, শাওনকে ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে বাঁচানোর। অতিরিক্ত রক্তরণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জেরে সাগরদীঘির পারের ১১ লগির ভেতরে ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। আমরা জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা অব্যাহত রেখেছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.