নবীগঞ্জে বান্ডা বিলের ইজারা নিয়ে ইউএনও বরাবর অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ। গত শনিবার ০১ মার্চ দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ১ম পৃষ্টায় অনলাইনে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। সংবাদটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও মানহানিকর বটে। সংবাদে মোঃ আব্দুল মতিন (হাবিস) সহ তার পরিবার পরিজন নিয়ে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তাও সম্পূর্ন মিথ্যা বানোয়াট। প্রকৃতপক্ষে আমার সমিতির নাম নিউ অগ্রগামী এবং জুয়াদ আলীর সমিতির নাম নিরাপদ তার সাথে আমার কোন যায়-ঝামেলা হয় নাই। বরং জুয়াদ আলীর সমিতির সাথে আওয়ামীলীগ নেতা রফিক মিয়া (কটন), আলী হোসেন, আব্দুস সালাম সহ অনেক লোকজন জড়িত রয়েছে। আমার মান সম্মান নষ্ট করার হীন উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মিথ্যা অভিযোগ দিয়ে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। নিউ অগ্রগামী সমিতি অংশ গ্রহন করে নাই এবং সংগ্রাম সমিতির সাথে আমি সম্পৃক্ত নই। ওই সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান। তাই সংগত কারণে আমি ওই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী
মোঃ আব্দুল মতিন (হাবিস)
গ্রাম- চানপুর
১২নং কালিয়ারভাঙ্গা ইউপি, নবীগঞ্জ।
Leave a Reply