,

মাধবপুরে বিয়ে বাড়িতে ডাকাতি করতে গিয়ে মোস্তফা বাবু আটক

পিন্টু অধিকারী, মাধবপুর : মাধবপুরে বিয়ে বাড়িতে ডাকাতির প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোস্তফা বাবু (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২ নভেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে বাখরনগর গ্রামে অভিযান চালিয়ে বাবুকে গ্রেফতার করা হয়।
মোস্তফা বাবু লাখাই উপজেলার স্বজনগ্রামের সহিদুল্লাহর ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মনবাড়িয়া, দাউদকান্দি, সরাইল, হবিগঞ্জ ও লাখাই থানায় ৯টি ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ জানায়, মাধবপুর উপজেলার বাখড়নগর গ্রামের এখলাছুর রহমানের বাড়িতে একটি বিয়ে ছিল। বিয়ে বাড়িতে ডাকাতি করার উদ্দ্যেশে আন্তঃজেলা ডাকাতদলের সসদ্য মোস্তফা বাবু সহ ৭/৮জনের একটি ডাকাত দল শুক্রবার দিবাগত গভীর রাতে প্রস্ততি নিয়ে অবস্থান নেয়। বিষয়টি আচঁ করতে পেরে বাড়ির লোকজন জড়ো হয়ে শোর চিৎকারে দিলে গ্রামবাসী ধাওয়া করে ডাকাত মোস্তফা বাবুকে একটি দারালো কিরিচসহ আটক করেন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে একটি ডাকাতির প্রস্ততি মামলা হয়েছে। চিকিৎসা দিয়ে ধৃত মোস্তফা বাবু কে আদালতে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.