,

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্র প্রিতমের

জাবেদ তালুকদার : নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রিতম সরকার (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় সৌরভ সরকার নামে এক গ্রাম পুলিশ আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত প্রিতম সরকার উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামের ভূবন সরকারের ছেলে এবং রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আহত সৌরভ সরকার একই এলাকার নিতাই সরকারের ছেলে এবং পানিউমদা ইউনিয়নের গ্রাম পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলযোগে নিহত প্রিতম সরকার, সৌরভ সরকার ও ইমন সরকার নবীগঞ্জ শহর থেকে তাদের নিজ বাড়ি শংকরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে প্রিতম সরকার ও সৌরভ সরকার সাইকেল থেকে ছিটকে পড়েন।
তাৎক্ষনিক স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রিতম সরকার ও সৌরভ সরকারকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিতম সরকারকে মৃত ঘোষণা করেন এবং সৌরভ সরকারকে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ করেন।
এসময় বাইক চালক ইমন সরকার ও মোটরসাইকেলটিকে ঘটনাস্থলে পাওয় যায়নি। ধারণা করা হচ্ছে দূর্ঘটনার পরপরই ইমন সরকার বাইক নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার এসআই আনিছ বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ময়রনাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.