/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ নবীগঞ্জে ইতালির জাল ভিসা দিয়ে প্রতারণা :: ৩ ভাইয়ের নামে মামলা

,

নবীগঞ্জে ইতালির জাল ভিসা দিয়ে প্রতারণা :: ৩ ভাইয়ের নামে মামলা

স্টাফ রিপোর্টার : ইতালি পাঠানোর প্রলোভনে মাহবুবুর রহমান নামে এক যুবকের কাছ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নবীগঞ্জ উপজেলার ৩ সহোদরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মাহবুবুর রহমান বিরুদ্ধে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী মাহবুবুর রহমান নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া (বাশডর) গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে। মামলার আসামিরা হলেন- উপজেলার বাউসা ইউনিয়নের দুলচাতল গ্রামের মৃত মতলিব তালুকদারের ৩ ছেলে রুহুল আমিন তালুকদার (৩০), আব্দুল মুকিত তালুকদার (৩৫) ও সুমন মিয়া তালুকদার (৪০)।
মামলার সূত্রে জানা যায়, আসামিরা মাহবুবুর রহমানকে ইতালিতে ভালো বেতনের চাকরি ও নানা সুবিধার প্রলোভন দেখিয়ে ১৩ লাখ ৫০ হাজার টাকায় ভিসা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এ চুক্তির অংশ হিসেবে পর্যায়ক্রমে মাহবুবুর রহমানের কাছ থেকে মোট ৮ লাখ টাকা আদায় করে নেয় আসামীরা। চলতি বছরের ১ মার্চ মাহবুবুর রহমান প্রথমে আসামিদের হাতে ৫ লাখ টাকা তুলে দেন। পরে ২৮ মার্চ ও ৩১ মার্চ তাকে ঢাকায় এনে মেডিকেল ও বিমানের টিকিটের কথা বলে আরও ৩ লাখ টাকা নেয় প্রতারকরা। ৬ এপ্রিল আসামিরা ঢাকায় একটি হোটেলে তাকে রেখে ভিসার ফটোকপি ও বিমানের টিকিট দেখিয়ে জানান, শিগগিরই তাকে ফ্লাইটে পাঠানো হবে। তবে কয়েকদিন পর ফ্লাইট না হওয়ায় মাহবুবুর রহমান সন্দেহবশত কাগজপত্র যাচাই করে বুঝতে পারেন ভিসা ও টিকিট জাল। পরবর্তীতে তিনি বাড়িতে ফিরে মুরুব্বিয়ানদের বিষয়টি জানান এবং প্রতারকদের কাছে টাকা ফেরত চাইলে তারা সময়ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে তারা সম্পূর্ণ লেনদেন অস্বীকার করে।
অবশেষে মাহবুবুর রহমান আদালতে প্রতারণা ও বৈদেশিক কর্মসংস্থান আইনে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সিআইডিকে নির্দেশ দিয়েছেন।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.