/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ নবীগঞ্জে দূর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

,

নবীগঞ্জে দূর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হোমল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন জে.কে স্কুল

জাবেদ তালুকদার : “দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নবীগঞ্জে অনুষ্ঠিত হলো দূর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।
সোমবার (১৮ মে) বেলা ১১টায় নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের কৃষি প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। চূড়ান্ত পর্বে হোমল্যান্ড আইডিয়াল স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নবীগঞ্জ যুগল কিশোর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় (জে.কে স্কুল)। এতে সেরা বক্তার পুরস্কার অর্জন করেন আদিব আহমেদ।
জে.কে টিমের নেতৃত্বে ছিলেন আদিব আহমেদ, সঙ্গে ছিলেন আদিল আহমেদ ও সুস্মিতা পাল অর্তি। হোমল্যান্ড আইডিয়াল স্কুলের পক্ষে অংশগ্রহণ করেন মাইসা ইসলাম (দলনেতা), পূজা দাশ ও স্বস্তিকা ভৌমিক।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন- নবীগঞ্জ সরকারী কলেজের প্রভাষক রেজাউল আলম, বিচারক হিসেবে ছিলেন- আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী অধ্যাপক ফাতেমা মোতালেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শাহানাজ ইসলাম এবং দিনারপুর ডিগ্রী কলেজের প্রভাষক আব্বাস আলী।
দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়ের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফয়জুর রব পনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়া।
তিনি বলেন, “দূর্নীতি কোনো ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। তরুণ প্রজন্ম যদি সজাগ থাকে, তবে সমাজে দূর্নীতির জায়গা থাকবে না। এই ধরনের প্রতিযোগিতা আমাদের শিক্ষার্থীদের নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করে।”
তিনি আরও জানান, “দুদক শুধু দুর্নীতির তদন্ত করে না, বরং দুর্নীতি প্রতিরোধ ও জনসচেতনতা তৈরিতেও কাজ করে।
এছাড়া তিনি উপস্থিত শিক্ষার্থীদের যেকোনো দুর্নীতির অভিযোগ জানাতে দুদকের হটলাইন নম্বর ১০৬-এ কল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দুপ্রক নবীগঞ্জ উপজেলার সহ-সভাপতি কাঞ্চন বণিক, সদস্য সাইফুর রহমান খান, সদস্য পলাশ বণিক। আরও উপস্থিত ছিলেন, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, নাদামপুর উচ্চ বিদ্যালয়, হীরা মিয়া গার্লস হাই স্কুল, নবীগঞ্জ যুগল কিশোর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ও হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।
আয়োজকরা জানান, বিতর্ক প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের যুক্তি বিশ্লেষণ, আত্মবিশ্বাস এবং নৈতিক সচেতনতা বৃদ্ধি করা। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স আপ দল এবং বক্তাদের ক্রেস্ট ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.