/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ ইনাতগঞ্জ বিএনপির সাংগঠনিক মেহবুবের বিরুদ্ধে শৃংখলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ

,

ইনাতগঞ্জ বিএনপির সাংগঠনিক মেহবুবের বিরুদ্ধে শৃংখলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মেহবুব আহমেদ মোশাহিদের বিরুদ্ধে দলীয় শৃংখলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এই অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দিয়েছেন এক বিএনপি কর্মী।
গত সোমবার (১৯ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের বরাবর লিখিত অভিযোগ দেন ইনাতগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ মুহিবুর রহমান। অভিযোগে উল্লেখ করেন, ১৯৯১ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে হাতেখড়ি নিয়েছেন মোহাম্মদ মুহিবুর রহমান। বর্তমানে তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য হিসেবে রাজনীতি করছেন এবং তিনি জনগণের কল্যাণে রাজনীতি করে যাচ্ছেন।
অভিযোগে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইনাতগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মেহবুব আহমেদ মোশাহিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে ৫ই আগস্ট ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর ছত্রছায়ায় রাজনীতি করে আসছে। অভিযোগ অনুযায়ী, ৫ই আগস্ট আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর মেহবুব আহমেদ মোশাহিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে তদবির বাণিজ্য এবং বিবিয়ানা গ্যাস ফিল্ডের ঠিকাদারি প্রতিষ্ঠানে জোরপূর্বক সাব-ঠিকাদারি বাগিয়ে নিয়েছেন। এছাড়া মেহবুব আহমেদ মোশাহিদ আওয়ামীলীগের কয়েকজন নেতাকর্মীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে তাদের মাধ্যমে আরফা ইসলাম নামক ফেসবুকের ভূয়া আইডি তৈরি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক মন্তব্য করে আসছেন। এমনকি, ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশাহীদ আলী আশাসহ কয়েকজন নেতাকর্মীও এই কাজের সাথে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মোহাম্মদ মুহিবুর রহমান জানান, মেহবুব আহমেদ মোশাহিদের মূল লক্ষ্য ছিল তাকে দলীয়ভাবে কোণঠাসা করে বিবিয়ানা গ্যাস ফিল্ডের ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক সরবরাহসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ড চালানো। অভিযোগের শেষ অংশে মোহাম্মদ মুহিবুর রহমান দাবি করেছেন, ইনাতগঞ্জ ইউনিয়ন ও উপজেলা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীগণ মেহবুব আহমেদ মোশাহিদের অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল। তাই, তিনি দলীয় শৃংখলা বিরোধী কর্মকাণ্ডের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.