/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ ভিত্তিহীন মিথ্যা সংবাদের জবাবে আদিল আহমেদের স্পষ্ট ব্যাখ্যা

,

ভিত্তিহীন মিথ্যা সংবাদের জবাবে আদিল আহমেদের স্পষ্ট ব্যাখ্যা

সম্প্রতি ১৬ মে, ২০২৫ তারিখে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় “শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী আক্রমণের বিষয়টি আরও খোলাসা” শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তাতে আমাকে, আদিল আহমেদ, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে একটি গুরুতর ষড়যন্ত্রমূলক ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।
আমি স্পষ্টভাবে জানাতে চাই, প্রকাশিত উক্ত সংবাদের সঙ্গে আমার কোনও প্রকার সংশ্লিষ্টতা নেই। সেখানে বলা হয়েছে আমি নাকি ইতালি প্রবাসী আহমেদ সাকিনের নেতৃত্বে একটি জঙ্গি হামলায় অংশগ্রহণ করেছি, যার মাধ্যমে ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে হত্যার চেষ্টা করা হয়। আমি দৃঢ়ভাবে এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানাই এবং এই ভিত্তিহীন সংবাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি।
এই মিথ্যা সংবাদে বলা হয়েছে, আমি নাকি আমার পিতা করগাঁও ইউনিয়ন পরিষদের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিনের পরাজয়ের প্রতিশোধ নিতে একটি হত্যাকান্ডের ষড়যন্ত্রে জড়িত হয়েছি এটি সম্পূর্ণ মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার।
আমি সকলের অবগতির জন্য জানাতে চাই উক্ত দিন ও সময়ে (১২ মে, ২০২৫) আমি কোথায় ছিলাম, কী করছিলাম, তার সমস্ত প্রমাণ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, প্রয়োজনীয় ডকুমেন্টেশনসহ আমি অন রেকর্ড প্রদান করতে প্রস্তুত। আমার বিরুদ্ধে আনা প্রত্যেকটি অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, যার মাধ্যমে আমার সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক সম্মান ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা ও তার পরিবার যদি সত্যের প্রতি সম্মান রেখে বক্তব্য প্রদান করেন, তাহলে তারাও নিশ্চিতভাবে বলবেন আমি এই ঘটনায় কোনও প্রকারভাবে জড়িত নই। আমি তার পরিবারের সবার দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই মিথ্যা সংবাদে আমার সম্পৃক্ততা বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেন।
আমি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রতি প্রশ্ন রাখি একটি ব্যক্তিকে এই ধরনের গুরুতর অপরাধে জড়িয়ে কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশ কতটুকু নৈতিক ও সাংবাদিকতার মূলনীতি অনুযায়ী হয়? সংবাদে যে তথাকথিত “প্রত্যক্ষদর্শী” এবং “সূত্র” এর ভিত্তিতে আমার নাম প্রকাশ করা হয়েছে, তাদের পরিচয় ও বিশ্বাসযোগ্যতা কোথায়? কিসের ভিত্তিতে একজন নির্দোষ মানুষকে সামাজিকভাবে হেয় করার এমন চেষ্টা চালানো হলো?
আমি নবীগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমাজ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এই ধরণের বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংবাদের বিষয়ে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করুন এবং একজন নিরপরাধ নাগরিক হিসেবে আমার সম্মান রক্ষায় সহযোগিতা করুন।
অতএব, আমি এই মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজন হলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতেও বাধ্য হবো।

প্রতিবাদকারী
আদিল আহমেদ
নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.