,

অবশেষে নিজের বিবাহিত জীবন নিয়ে এ কি বললেন শাহিদ কাপুর !

সময় ডেস্ক ॥ জুলাই মাসে বিয়ে হয় শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের । বিয়ের পর বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছে শাহিদকে। কিন্তু উনি এতদিন এই ব্যাপারে চুপ করে থেকেছেন। অবশেষে উনি মীরা এবং ওঁর বিবাহিত জীবন নিয়ে কথা বললেন । শাহিদ জানিয়েছেনূ ‘মীরা একজন ‘নন সেলিব্রিটি‘ তাই আমার বিয়ের খবর শোনার পর থেকেই সবার প্রশ্ন ছিল – মানে কেন? এই মেয়েটা কে? নন সেলিব্রিটি হওয়া ছাড়াও মীরার কোনরকম সোশ্যাল লাইফ ছিল না। তাই ওঁকে কেউ চেনে না । ও একজন সাধারণ মেয়ে । আসলে মীরাকে দেখার পরেই বুঝতে পারি যে ও শুধুমাত্র আমার জন্যই বানানো হয়েছে । শাহিদ কপুর এর আগে করিনা কাপুর থেকে প্রিয়াঙ্কা চোপড়া বহু নায়িকার সঙ্গে প্রেম করছেন। তাহলে হঠাৎ উনি কেন একজন সাধারণ মেয়ে কে বিয়ে করতে চাইলেন ? এই প্রশ্নের উত্তরে উনি জানান ‘ আমি নিজেকে কিছুদিন ধরেই বলতাম যে বহু সেলিব্রিটির সঙ্গেই তো প্রেম করেছি । তাই একজন সেলিব্রিট নয় এমন মেয়ের সঙ্গে থাকাটা বেশ ইন্টারেস্টিং হবে। আর তার এক বছরের মাথায় একজন সাধারণ মহিলাকে বিয়ে করলাম। তা এই সাধারণ মেয়ের সঙ্গে থাকার অভিজ্ঞতা কেমন? এই প্রশ্নের উত্তরে শাহিদ হেসে ওঠেন এবং বলেন ‘শ্যুটিং থেকে বাড়ি ফিরে একজন নর্মাল মহিলার সঙ্গে থাকা বিরাট ব্যাপার । মীরা ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে কী হচ্ছে তা জানতে একেবারেই উৎসাহী নন । আমরা সাধারণ জিনিস নিয়ে আলোচনা করি যেমন পরের দিন লাঞ্চে কী হবে বা আমরা কোথায় বেড়াতে যাবো । উনি আরো বলেনূ ওঁরা দুজনেই একে অপরকে খুব সহজেই বুঝতে পারেন। এবং উনি মনে করেন এই গুণটাই ওঁদের বিবাহিত জীবনের ভিত । এছাড়াও মীরা নাকি ওঁকে আগের থেকেও ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.