,

হবিগঞ্জে হঠাৎ করেই বেড়েছে এলপি গ্যাস সিলিন্ডারের দাম

জুয়েল চৌধুরী ॥ হঠাৎ করেই হবিগঞ্জে বেড়ে গেছে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস সিলিন্ডারের দাম। বছরের প্রথম দিন থেকেই ক্রেতাদের কাছ থেকে সিলিন্ডারপ্রতি ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। ফলে সিলিন্ডার গ্যাস কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। গত মাসে যে গ্যাস ৯০০ টাকায় বিক্রি হতো ব্যবসায়ীরা এখন তা চাচ্ছেন ১ হাজার টাকা করে। হবিগঞ্জ শহরের বিভিন্ন গ্যাস কোম্পানির ডিলার, খুচরা বিক্রেতা ও ক্রেতারা বলেছেন, ১ জানুয়ারি পর্যন্ত ওমেরা, টোটাল ও যমুনা কোম্পানির এলপি গ্যাসের প্রতিটি ১২ কেজি ওজনের সিলিন্ডার বিক্রি হয়েছে ৭৫০ টাকায়। সেই গ্যাস সিলিন্ডার বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। ৩০ কেজির গ্যাস ২৩শ টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে ২৭০০ টাকায়। জানা যায়, হবিগঞ্জ শহরের অধিকাংশ ফ্যাট বাসা ও বাড়িতে গ্যাস সংযোগ না থাকায় এলপি গ্যাস ব্যবহার করা হয়। ফলে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে অনেকেই। একটি সূত্র জানিয়েছে কতিপয় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে। এতে করে অনেক পেশাজীবি ও চাকরিজীবি লোকজন গ্যাস ব্যবহার করতে হিমশিম খাচ্ছেন।


     এই বিভাগের আরো খবর