,

নবীগঞ্জে হাওর থেকে অজ্ঞাত ব্যক্তির কংকাল উদ্ধার ॥

শেখ আবুল হোসেন/আব্দুর রহমান চৌধুরী লিমন ॥ নবীগঞ্জে হাওরের ডোবায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। উপজেলার করগাঁও ইউনিয়নের হাড়ি বিল সংলগ্ন একটি কচুরী পানা ভর্তি ডুবায় ওই লাশটি পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ অজ্ঞাতনামা (৪০) ব্যক্তির লাশের কংকাল উদ্ধার করেছে। উদ্ধারের সময় মৃতের ডান পায়ে বাধা ছিল। লাশের কংকাল দেখে পুরুষ না মহিলা সনাক্ত করা সম্ভব না হলেও লাশের পার্শ্বে একটি লুঙ্গি পাওয়ায় ধারনা করা হচ্ছে লাশটি অজ্ঞাতনামা পুরুষের। তবে কখন কিভাবে লাশটি এখানে এসেছে তা স্থানীয় লোকজন বলতে পারছেন না। উপজেলার করগাওঁ ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের বজলু মিয়া গতকাল বৃহস্পতিবার সকালে তার বোর জমি পরিস্কার করতে গেলে তারই মালিকানা কচুরী পানা ভর্তি ডোবার পাশে ওই কংকালটি দেখতে পায়। শুধু পা ও হাতের আঙ্গুল এবং পায়ের হাটু’র নীচে কিছু মাংস থাকায় মৃতদেহটি মানুষের সনাক্ত করে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস.আই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাতনামা লাশের কংকাল উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা লোকদের আসামী করে থানায় একটি মামলা হয়েছে।


     এই বিভাগের আরো খবর