,

যেভাবে তাদের প্রেমেরে শুরু

সময় ডেস্ক: বির গল্পের প্রয়োজনে বলিউডের তারকারা হরহামশোই রোমান্টিক চরিত্রে অভিনয় করেন। ছবির রোমান্টিক দৃশ্যে সহ অভিনেতা কিংবা সহ অভিনেত্রিকে প্রেমের প্রস্তাব দিতে দেখা যায় তাদের। কেবল রুপালি র্পদায় নয়, বাস্তব জীবনেও এসব তারকার অনেকেই দারুণ রোমান্টিক। তাদের কারও কারও বাস্তব জীবনের প্রেমের গল্প ছবির কাহিনিকেও যেন হার মানায়। বলিউডের প্রথম সারির কয়েকজন তারকার প্রমে শুরুর গল্প নিয়ে ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ পতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। শাহরুখ খান, অজয় দেবগন, ঐশ্বরয়িা রাই বচ্চন, মালাইকা অরোরা খান সৈকত ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেনে শাহরুখ একটি সামাজকি অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল ‘বলউিড বাদশাহ’ শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খানের। প্রথম দেখাতেই গৌরীকে দারুণ পছন্দ করে ফেলেন শাহরুখ। গৌরীর কাছে গিয়ে তাঁর সঙ্গে নাচের আগ্রহ প্রকাশ করেন তিনি, কিন্তুু গৌরী তাঁকে এড়িয়ে যান। গৌরী বলেন, প্রেমিকের জন্য অপেক্ষা করছেন তিনি। কিন্তু থেমে যাননি শাহরুখ। বছরের পর বছর ধরে গৌরীর মন জয়ের চেষ্টা করেছেন। শেষ র্পযন্ত সাফল্যও পেয়েছেন। মুম্বাইয়ের আকসা সৈকতে গৌরীকে প্রথম আনুষ্ঠানকিভাবে পেমের প্রস্তাব দেন কিং খান। সেই শুরু। আজও একসঙ্গে প্রেমের তির বাইছেন তাঁরা। বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে উচ্চারিত হয় তাঁদের নাম। ‘আমি তোমাকে ভালোবাসি বলা হয়নি অজয়-কাজলরে ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘হালচাল’ ছবিতে জুটি বেধে অভিনয় করেছিলেন কাজল ও অজয় দেবগন। তখন প্রায়ই ছবির সটে থাকে হাওয়া হয়ে যেতেন তাঁরা। পুরোনো সেসব দিনের কথা জানাতে গিয়ে অজয় বলেন, ‘আমাদের জীবনে সবচেয়ে রোমান্টিক সময় ছিল তখন। আমরা প্রায়ই ছবির সটে থেকে পালিয়ে একে অন্যরে সঙ্গে সময় কাটাতাম। আর ছবির পরিচালক আনসি বাজিম হন্যে হয়ে আমাদের খুঁজে বেড়াতেন।’ অজয় জানিয়েছেন, আমি তোমাকে ভালোবাসি বলা কিংবা আনুষ্ঠানকিভাবে কখনোই প্রেমের প্রস্তাব দিয়ে হয়নি তাঁদের। সময়ের সঙ্গে সঙ্গে একে অন্যরে কাছাকাছি এসেছেন তাঁরা। জড়িয়েছেন ভালোবাসার সম্পর্কে। আর বিয়ে নিয়ে তো কখনোই আলাপ হয়নি তাঁদের মধ্যে। তবে দুজনই সব সময় মনেপ্রানে বিশ্বাস করতেন, একদিন না একদিন বেরিয়ে পথে তাঁরা হাঁটবেনই। অবশেষে ১৯৯৯ সালে মালাবদল করেন তাঁরা। সেই থেকে সুখে সংসার করছেন বলিউডের এই তারকা দম্পতি।


     এই বিভাগের আরো খবর