,

নবীগঞ্জে শেলী স্ন্যাক্স থেকে কাস্টমারের ফোন উধাও!

সিসিটিভি ফুটেজ না দেখিয়ে দূর্বব্যবহার

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অবস্থিত শেলী স্ন্যাক্স থেকে মুুহর্তের মধ্যেই এক কাস্টমারের ফোন উধাওয়ের অভিযোগ ঘটেছে। তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে সিসিটিভি ফুটেজ না দেখিয়ে ভূক্তভোগীর সাথে দূর্বব্যবহার করে কর্তৃপক্ষ। এ বিষয়ে ভূক্তভোগীর মা জলিখা বেগম নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জুন বুধবার রাত ৮.৪৫ মিনিটে নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অবস্থিত শেলী স্ন্যাক্সে নাস্তা করে টেবিলে মোবাইল রেখে ভেসিনে হাত ধৌত করতে যান ভূক্তভোগী ইফতেখার তালুকদার। হাত ধৌত করে এসে ফোন না পেয়ে তাৎক্ষণিক কর্র্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন তিনি। এসময় প্রতিষ্ঠানটির মালিক মদরিছ চৌধুরী ও তার ছেলে ফয়সল চৌধুরীকে সিসি টিভির ফুটেজ দেখতে চাইলে সিসি টিভি ফুটেজ না দেখিয়ে তার সাথে চরম দূর্বব্যবহার করে তাড়িয়ে দেন।
ভূক্তভোগী জানায়, সিসি টিভির ফুটেজ না দেখানো ও তাদের এ ধরনের আচরণে কর্তৃপক্ষ ও স্টাফদের উপড়ই আমার সন্দেহের তীর যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর