,

মাধবপুরে ১৪ লক্ষ টাকার গাঁজা উদ্ধার :: ব্রাহ্মণবাড়িয়ার ৩ নারীসহ গ্রেফতার ৪

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ তিন নারী ও এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশীষ তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর এলাকার মোশারফ মিয়ার কন্যা জেসমিন আক্তার (৪০), হোসেন মিয়ার কন্যা শারমিন আক্তার (২৫) ও রাব্বি মিয়ার কন্যা সাজেদা বেগম (৬৫) কে আটক করেন। অপর এক অভিযানে মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প (সিপিবি-৩) এর এসআই মো: তৌহিদ রহমান এর নেতৃত্বে র‌্যাবের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ মো: আজিদ মিয়া (৩২) নামে এক ব্যাক্তিকে আটক করেন। সে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুরা গ্রামের দুধ মিয়ার পুত্র। উদ্ধারকৃত মাদকের দাম প্রায় ১৪ লক্ষ টাকারও বেশি বলে জানা গেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর