নবীগঞ্জ প্রতিনিধি ॥ “পারিবারিক কৃষিঃ প্রকৃতির সুরা, সবার জন্য খাদ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিশ্ব খাদ্য দিবস ২০১৪ উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, ওসি মোঃ লিয়াকত আলী, শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক শামিম আহমেদ চৌধুরী প্রমুখ।
Leave a Reply