সময় ডেস্ক ॥ সৌদিআরবে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও এলাকার ৪ প্রবাসীসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। আহতদের মধ্যে ১ জনের আবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ রাষ্ট্রীয় হেফাজতে নেয়া হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে সৌদি আরবের জাবলুস-সুর নামক স্থানে সড়ক দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, সদরের জালালাবাদের মোহনভিলা এলাকার মু. আলম, ওই গাড়ীর চালক পোকখালী এলাকার মোঃ আইয়ুব ও ইসলামাবাদের চরপাড়া এলাকার ফরিদুল আলম। নিহত অপর ৩ জনের মধ্যে ২ জন সৌদি এবং ১ জন বৃহত্তর ঈদগাঁও’র বলে জানা গেছে। এতে আহতরা হলেন, নাইক্ষ্যংদিয়া বাহারছরা এলাকার ফজল করিমের পুত্র মু. ইসলাম এবং নুরুল আজিমের পুত্র জয়নাল (গাড়ীর হেলপার)। এতে জয়নালের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Leave a Reply